প্রধান শিক্ষকের বাণী

আসসালামু আলাইকুম

শিক্ষা জাতির মেরুদন্ড। কাজেই শিক্ষা অর্জন করা প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার। এই অধিকার কে গুরুত্ব দিয়ে বিশ্বের অনেক দেশ উন্নতির চরম শিখরে আহরনে সক্ষম হুয়েছে। বাংলাদেশ সরকার তা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা ”রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়” শিক্ষার গুনগত মান উন্নয়নে নিজ-নিজ অবস্থান থেকে যথসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।যাতে প্রত্যেকটি পরিবার শিক্ষার আলোকে আলোকিত হয়ে উঠতে পারে। এ লক্ষ্য অর্জনে শিক্ষাকে সৃজনশীল, স্বাধীন, সক্রীয় এবং দায়িত্বশীল সু- নাগরিক হিসাবে গড়ে তুলতে যোগ্য শিক্ষকমন্ডলী উপযুক্ত শিক্ষাদান পদ্ধতি সমন্বয়ে গড়তে হবে শিক্ষাবাদ্ধব পরিবেশ। আমি ”রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়”প্রধান হিসাবে স্বীকার করি যে,সাধারন শিক্ষার পাশা-পাশি সাংস্কৃতিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা, খেলাধুলা, নানাবিধ শিক্ষায় শিক্ষাদানে যথাসাধ্য প্রচেষ্টা অব্যহত রেখে আসছি। আশা করি সরকারী অবকাঠামোগত কিছু সুবিধা পেলে শিক্ষার আরও উন্নতি করতে সক্ষম হবো ইনশা-আল্লাহ।

 

 

হাজী দিদার পাশা

প্রধান শিক্ষক

রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়।