রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের পরিচিতি

এ গ্রামের সম্ভ্রান্ত ধর্মভীরু মুসলিম পরিবার সমূহের মধ্যে শীর্ষস্থানে অবস্থান পাশা পরিবারের । বংশমর্যাদায় যেমন শ্রেষ্ঠত্বের দাবীদার তেমনি শিক্ষা-দীক্ষায়, ধর্মভীরুতায়.সামাজিক আচার-অনুষ্ঠানে এ জনপদের অন্য সবের উপর রয়েছে এ পরিবারের অতুলনীয় সম্মান। যতদূর জানা যায় মরহুম রাবেয়া ইসলাম ছিলেন এ পরিবারের একজন শিক্ষিত ব্যক্তি ।তিনি যেমন ছিলেন শিক্ষানুরাগী তেমনটি ধর্মানুরাগী এবং পরহেযগার। তাঁর তিন ছেলে সন্তান বড় ছেলের নাম ইসমত পাশা মেঝ ছেলের নাম কিসমত পাশা এবং ছোট ছেলের নাম হাজী দিদার পাশা।  দীর্ঘদিন থেকেই পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার মনোস্কামনায় এবং সমাজ সেবার অংশ হিসেবে নিঃস্বার্থ ভাবে রাবেয়া বেগম  “ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশন” নামে একটি  ফাউন্ডেশন গঠনের প্রস্তাব পাশা বংশের সকল সদস্য বরাবর উপস্থাপন করলে তা অনুমোদিত হয় এবং ২০১০ সালে উক্ত” ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশন গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ট্রাস্টের অধীন মাদরাসা,মসজিদ, এতীমখানা, হাসপাতাল সহ অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০১১ সালে অত্র ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশন অধীন প্রতিষ্ঠা করা হয় রাবেয়া ইসলাম আদর্শ  বিদ্যালয়।

এ গ্রামের সম্ভ্রান্ত ধর্মভীরু মুসলিম পরিবার সমূহের মধ্যে শীর্ষস্থানে অবস্থান পাশা পরিবারের । বংশমর্যাদায় যেমন শ্রেষ্ঠত্বের দাবীদার তেমনি শিক্ষা-দীক্ষায়, ধর্মভীরুতায়.সামাজিক আচার-অনুষ্ঠানে এ জনপদের অন্য সবের উপর রয়েছে এ পরিবারের অতুলনীয় সম্মান। যতদূর জানা যায় মরহুম রাবেয়া ইসলাম ছিলেন এ পরিবারের একজন শিক্ষিত ব্যক্তি ।তিনি যেমন ছিলেন শিক্ষানুরাগী তেমনটি ধর্মানুরাগী এবং পরহেযগার। তাঁর তিন ছেলে সন্তান বড় ছেলের নাম ইসমত পাশা মেঝ ছেলের নাম কিসমত পাশা এবং ছোট ছেলের নাম হাজী দিদার পাশা।  দীর্ঘদিন থেকেই পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার মনোস্কামনায় এবং সমাজ সেবার অংশ হিসেবে নিঃস্বার্থ ভাবে রাবেয়া বেগম  “ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশন” নামে একটি  ফাউন্ডেশন গঠনের প্রস্তাব পাশা বংশের সকল সদস্য বরাবর উপস্থাপন করলে তা অনুমোদিত হয় এবং ২০১০ সালে উক্ত” ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশন গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ট্রাস্টের অধীন মাদরাসা,মসজিদ, এতীমখানা, হাসপাতাল সহ অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০১১ সালে অত্র ডা. নুরুল ইসলাম ফাউন্ডেশন অধীন প্রতিষ্ঠা করা হয় রাবেয়া ইসলাম আদর্শ  বিদ্যালয়।